০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বরিশালের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

কালেরধারা
  • আপডেট সময় ০৯:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৫০ বার পড়া হয়েছে

নাসির উদ্দিন সৈকত  বরিশালঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত প্রার্থীরা হলেন—

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): জহির উদ্দিন স্বপন

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): এস. সরফুদ্দিন সান্টু
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ): রাজীব আহসান
বরিশাল-৫ (বরিশাল সদর): মজিবর রহমান সরোয়ার
বরিশাল-৬ (বাকেরগঞ্জ): আবুল হোসেন খান
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই বরিশাল-৩ আসনেও প্রার্থী ঘোষণা করা হবে। এ ঘোষণার মধ্য দিয়ে বরিশাল বিভাগে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও গতি পাবে বলে প্রত্যাশা করছে দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, ঘোষিত প্রার্থীরা বরিশালের রাজনীতিতে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা। তারা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলের পক্ষে কাজ করে আসছেন, যা আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আপডেট সময় ০৯:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

নাসির উদ্দিন সৈকত  বরিশালঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত প্রার্থীরা হলেন—

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): জহির উদ্দিন স্বপন

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): এস. সরফুদ্দিন সান্টু
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ): রাজীব আহসান
বরিশাল-৫ (বরিশাল সদর): মজিবর রহমান সরোয়ার
বরিশাল-৬ (বাকেরগঞ্জ): আবুল হোসেন খান
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই বরিশাল-৩ আসনেও প্রার্থী ঘোষণা করা হবে। এ ঘোষণার মধ্য দিয়ে বরিশাল বিভাগে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও গতি পাবে বলে প্রত্যাশা করছে দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, ঘোষিত প্রার্থীরা বরিশালের রাজনীতিতে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা। তারা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলের পক্ষে কাজ করে আসছেন, যা আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।