০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

গৌরনদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালেরধারা
  • আপডেট সময় ০১:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

0-0x0-0-0-{}-0-0#

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

“কৃষিই সমৃদ্ধি”— এই প্রতিপাদ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১,৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ করেন।

বিতরণকৃত ফসলের মধ্যে ছিল— গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও ফেলন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অনিতা মজুমদার ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার মেহেদী হাসান। গৌরনদী প্রেস ক্লাব আহবায়ক জহিরুল ইসলাম,মাইটিভি গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া,সাবেক আহবায়ক খন্দকার  মনিরুজ্জামান।

 

গৌরনদী  নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম ইসলাম বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব। প্রান্তিক কৃষকদের সহায়তায় এমন প্রণোদনা কর্মসূচি তাদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”কর্মসূচিতে কৃষকরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী মৌসুমে আরও বিস্তৃত পরিসরে এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় ০১:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

“কৃষিই সমৃদ্ধি”— এই প্রতিপাদ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১,৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ করেন।

বিতরণকৃত ফসলের মধ্যে ছিল— গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও ফেলন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অনিতা মজুমদার ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার মেহেদী হাসান। গৌরনদী প্রেস ক্লাব আহবায়ক জহিরুল ইসলাম,মাইটিভি গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া,সাবেক আহবায়ক খন্দকার  মনিরুজ্জামান।

 

গৌরনদী  নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম ইসলাম বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব। প্রান্তিক কৃষকদের সহায়তায় এমন প্রণোদনা কর্মসূচি তাদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”কর্মসূচিতে কৃষকরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী মৌসুমে আরও বিস্তৃত পরিসরে এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।