০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

গৌরনদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান।

কালেরধারা
  • আপডেট সময় ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধি কালের ধারা ॥

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পিঙ্গলাকাঠি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা অফিসের প্রসিকিউশন অফিসার ও সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের গৌরনদী উপজেলা কর্মকর্তা শংকর কুমার দাস এবং মনিটরিং ইন্সপেক্টরগণ।অভিযানকালে সার বিক্রয় কেন্দ্র, খাবার হোটেল, মুদি দোকান ও ভ্যারাইটির দোকান পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ১২,৫০০ টাকা জরিমানা করা হয়।সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন,ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সবাইকে সচেতনভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাচ্ছি।

 

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান।

আপডেট সময় ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

গৌরনদী প্রতিনিধি কালের ধারা ॥

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পিঙ্গলাকাঠি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা অফিসের প্রসিকিউশন অফিসার ও সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের গৌরনদী উপজেলা কর্মকর্তা শংকর কুমার দাস এবং মনিটরিং ইন্সপেক্টরগণ।অভিযানকালে সার বিক্রয় কেন্দ্র, খাবার হোটেল, মুদি দোকান ও ভ্যারাইটির দোকান পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ১২,৫০০ টাকা জরিমানা করা হয়।সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন,ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সবাইকে সচেতনভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাচ্ছি।

 

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়।