মাগুরায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধর
- আপডেট সময় ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
মাগুরা প্রতিনিধি: মোঃ সাহেব আলীঃ মাগুরার হাজরা ইউনিয়নের বাঁশতৈল গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৩০ থেকে ৪০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আহত কালু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে।
আহত কালু মিয়া সাংবাদিকদের জানান, স্থানীয় আওয়ামী লীগের সমর্থক সুমন মেম্বার, মফিজ, রুহুল, ইবাদত, বাদশা, বাকা রাকিব, আবুলসহ গঙ্গালিয়া গ্রামের উজির, কামাল, সবুজ, গৌরীচরণপুর গ্রামের মতিয়ার, বিল্লাল, আফাংগীর, বাদশা মেম্বার, পশ্চিম রামনগর গ্রামের সাদ্দাম, কামরুল, সৈয়দ, লাড্ডু, রুকু, টুকু, সাচানী গ্রামের আতিক, জাহাঙ্গীর, রাজু এবং রাজারামপুর গ্রামের উসমান মেম্বার, বাকের, কদর, রাউতাড়া গ্রামের কাছেদ, জাহাঙ্গীরসহ প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক আকস্মিকভাবে তার বাড়িতে হামলা চালায়।
তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘর ভাঙচুর করে, দোকান লুটপাট করে এবং মারধর চালায়। এতে কালু মিয়ার ডান হাত ভেঙে যায় ও পরিবারের সদস্যরাও আহত হন।
আহত কালু মিয়া আরও জানান, ঘটনার পর তারা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, হামলার ঘটনাটি রাজনৈতিক প্রভাব বিস্তারের জেরে ঘটেছে। তবে এখনো কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।



















