গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
- আপডেট সময় ০২:১৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
সরকারী ব্রজমোহন কলেজ প্রতিনিধিঃ সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালে অধ্যয়নরত গৌরনদী পরিবহন রুটের (গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ) শিক্ষার্থীদের সংগঠন “গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদ”-এর ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাওন, এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী শ্রাবনী দাস।সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল॥ সরকারি ব্রজমোহন কলেজে অধ্যয়নরত গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদ-এর ২০২৫-২০২৬ সেশনের উপদেষ্টা মন্ডলী ও ছাত্র উপদেষ্টা মন্ডলী ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই উপদেষ্টা কমিটির অনুমোদন দেওয়া হয়। কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে এই উপদেষ্টা মন্ডলী, যারা সংগঠনের শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দিকনির্দেশনা প্রদান করবেন। প্রধান উপদেষ্টা ১। প্রফেসর গোলাম মোর্শেদ — বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, মোবাইল: ০১৭১২৭৭৫০৪৭২। জনাব আব্দুর রহমান সরদার — সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, মোবাইল: ০১৭২১৫৩৮০০৩৩। জনাব মতিউর রহমান — সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৭১২২৩৫৪৪১৪। জনাব মোঃ মুর্শীদ হাসান — সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৭৮০২৫১২০০৫। জনাব তানিয়া বিনতে করীম খান — সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মোবাইল: ০১৭১৭৫৫৭২৬২৬। জনাব সেকেন্দার হাওলাদার — সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৭৩৪৭১৪২৭৮৭। জনাব কাজী রফিকুল ইসলাম — প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৭১৭১০১৯৫২৮। জনাব শম্পা বাড়ৈ — প্রভাষক, বাংলা বিভাগ, মোবাইল: ০১৭২৫৫৬২৩০৪৯। জনাব জহিরুল ইসলাম — প্রভাষক, ইতিহাস বিভাগ, মোবাইল: ০১৬৭৫৯৯১২৯৯১০। জনাব মাইনুল ইসলাম — প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৭২৩৭৬২১৩৮১১। জনাব মোঃ হেলাল হোসেন — প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৮৫৭৩৬৬৫৭৭১ ২। জনাব বি.এম. হায়দার আলী — প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোবাইল: ০১৯২৮১৪১৩০১🎓 ছাত্র উপদেষ্টা মন্ডলী১। মোহাম্মদ মোহসিন উদ্দীন — বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।মোবাইল: ০১৩১৫০৩১৩৭৭২। নাজমুল হাসান নাঈম — ছাত্র উপদেষ্টা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।৩। আশরাফুল ইসলাম হাসিব — ছাত্র উপদেষ্টা, মৃত্তিকাবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগ।সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই উপদেষ্টা মন্ডলীর সহযোগিতায় শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাঙ্গনের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কাজ করবে গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদ।কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি: শেখ রবিউল ইসলাম (হিসাববিজ্ঞান)সহ-সভাপতি: সাজ্জাদ হোসেন সৈকত (সমাজবিজ্ঞান), সাকিব ঘরামী (দর্শন), সানজিদা আক্তার (বাংলা), রোমান (ইসলামের ইতিহাস)যুগ্ম সাধারণ সম্পাদক: আহম্মেদ নয়ন (সমাজকর্ম), হৃদয় হাওলাদার (ইতিহাস), মোঃ খাইরুল শিকদার (ব্যবস্থাপনা), সুমি হক (ব্যবস্থাপনা), মোঃ কাইফুর রহমান (সমাজবিজ্ঞান)সাংগঠনিক সম্পাদক: মোঃ ফাইজুল্লাহ (ইসলাম শিক্ষা)সহ সাংগঠনিক সম্পাদক: গোলাম রাব্বি, নাজমুল ইসলাম আরাফাত (ইংরেজি), আবির শিকদার (হিসাববিজ্ঞান)কোষাধ্যক্ষ: নাজমুল ইসলাম জনি (গণিত)সহ-কোষাধ্যক্ষ: রিফাত হোসেন (ইসলামের ইতিহাস)সহ প্রচার সম্পাদক: জান্নাতুল ফেরদৌসসাংস্কৃতিক সম্পাদক: বুশরা তাবাচ্ছুম ও মুজাহিদ ইসলামছাত্র বিষয়ক সম্পাদক: শিহাব হাওলাদারছাত্রী বিষয়ক সম্পাদক: আসাদুল ইসলাম হৃদয়প্রচার সম্পাদক: আঁখি (রাষ্ট্রবিজ্ঞান)সহ-কোষাধ্যক্ষ: সুজয় কর্মকার (রাষ্ট্রবিজ্ঞান)সাংগঠনিক সদস্য: জুবাইদা (সমাজবিজ্ঞান)কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি ব্রজমোহন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান।কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম শাওন বলেন,আমরা এই পরিষদের মাধ্যমে গৌরনদী রুটের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। কলেজে যাতায়াত, শিক্ষার্থী অধিকার ও সাংস্কৃতিক বিকাশে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা থাকবে।”এ সময় সাধারণ সম্পাদক শ্রাবনী দাস বলেন,মেয়াদকালীন সময়ে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধানে কাজ করব।”নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন যাত্রা শুরু হলো।
























