০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ব্যাপক কর্মসূচি ঘোষণা

কালেরধারা
  • আপডেট সময় ১১:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

কালের ধারা নিউজ ডেস্কঃ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দিবসটি উপলক্ষে আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

এছাড়া, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে একই দিন বেলা ৩টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে অনুরূপ র‌্যালি ও কর্মসূচি পালিত হবে।

দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহও নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে—

শ্রমিক দল ৫ নভেম্বর আলোচনা সভা,

ছাত্রদল ৮ নভেম্বর আলোচনা সভা ও ৭-৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী,

ওলামা দল ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,

তাঁতী দল ১০ নভেম্বর আলোচনা সভা,

কৃষক দল ১১ নভেম্বর আলোচনা সভা এবং

জাসাস ১৩ নভেম্বর শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।

এছাড়া, বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর (বুধবার) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দলটি জানিয়েছে, ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ডকুমেন্টারি (ভিডিও ও স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) প্রচার করা হবে। একই সঙ্গে দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্রও প্রকাশ করা হবে।

বিএনপি আশা প্রকাশ করেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের মানুষকে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করবে।

নিউজটি শেয়ার করুন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ব্যাপক কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ১১:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

কালের ধারা নিউজ ডেস্কঃ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দিবসটি উপলক্ষে আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

এছাড়া, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে একই দিন বেলা ৩টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে অনুরূপ র‌্যালি ও কর্মসূচি পালিত হবে।

দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহও নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে—

শ্রমিক দল ৫ নভেম্বর আলোচনা সভা,

ছাত্রদল ৮ নভেম্বর আলোচনা সভা ও ৭-৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী,

ওলামা দল ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,

তাঁতী দল ১০ নভেম্বর আলোচনা সভা,

কৃষক দল ১১ নভেম্বর আলোচনা সভা এবং

জাসাস ১৩ নভেম্বর শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।

এছাড়া, বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর (বুধবার) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দলটি জানিয়েছে, ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ডকুমেন্টারি (ভিডিও ও স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) প্রচার করা হবে। একই সঙ্গে দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্রও প্রকাশ করা হবে।

বিএনপি আশা প্রকাশ করেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের মানুষকে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করবে।