মাগুরার অভদা বাজারে বিএনপির পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় ১২:২২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: সুবির ঘোষ
মাগুরা সদর উপজেলার অভদা বাজারে আজ বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি খান রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও মাগুরা-১ আসনের বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বক্তব্যে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে একযোগে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও অর্থনৈতিক সমৃদ্ধি ফিরে আসবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
শ্রীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো,
মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম,
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম,
জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা,
জেলা বিএনপি সদস্য কুতুবউদ্দিন আহমেদ ও নাজমুল হাসান লিটন,
জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা আক্তার বিউটি,
সহ-সভাপতি পারভীন আক্তার শিউলী, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার স্মৃতি,
সহ-সাংগঠনিক সম্পাদক পাপিয়া শারমিন রত্না, বন ও পরিবেশ সম্পাদিকা জোছনা পারভীন,
মাগুরা পৌর মহিলা দলের আহবায়ক খুরশিদা ইয়াসমিন ইতি এবং সদর থানা মহিলা দলের আহবায়ক রত্না পারভীনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজনে ছিল ৮ নং নাকোল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।






















