ঝিনাইদহ–যশোর মহাসড়কে ১৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ
- আপডেট সময় ০৯:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
কালিগঞ্জ,ঝিনাইদহ নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালিগঞ্জে বারোবাজার ফুলবাড়ী গেটের সামনে ঝিনাইদহ–যশোর মহাসড়কে রাত্রি ১২:৪৫ ঘটিকায় হাইওয়ে থানা পুলিশের চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ডিউটি রত আভিযানিক দল চেকপোস্টে অবস্থান করছিল।
চেকপোস্টে একটি মোটরসাইকেল সিগনাল দিলে চালক পালিয়ে যায়। পুলিশ ওই মোটরসাইকেলে থাকা মোঃ সিরাজুল ইসলাম (৩৮), পিতা-মৃত জালাল উদ্দিন, গ্রামের নাম উজানগ্রাম, থানা-ইবি, জেলা কুষ্টিয়াকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বাম হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া ১টি ডিসকভার মটরসাইকেল জব্দ করা হয়েছে। হাইওয়ে থানা এজাহার প্রাপ্তির মাধ্যমে মামলা রুজু প্রক্রিয়াধীন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নতুন মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারবাজার হাইওয়ে পুলিশ। তারা মাদক আইনে মামলা দিয়ে তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ করেছেন বলে জানান তিনি।



















