০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

মাহিলাড়া ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক, সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কালেরধারা
  • আপডেট সময় ০২:৪৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাহিলাড়া ডিগ্রি কলেজে আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫ ইং) দিনব্যাপী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জনাব জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষকে নৈতিক, সামাজিক ও মানবিক গুণে সমৃদ্ধ করে। তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদেরকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও নৈতিকতার শিক্ষায় গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সারাদিন ধরে আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল মাহিলাড়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস।

নিউজটি শেয়ার করুন

মাহিলাড়া ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক, সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৪৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাহিলাড়া ডিগ্রি কলেজে আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫ ইং) দিনব্যাপী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জনাব জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষকে নৈতিক, সামাজিক ও মানবিক গুণে সমৃদ্ধ করে। তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদেরকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও নৈতিকতার শিক্ষায় গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সারাদিন ধরে আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল মাহিলাড়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস।