শালিখার চতুরবাড়িয়া বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন
- আপডেট সময় ০৭:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় মাগুরা জেলার শালিখা উপজেলার ২নং তালখড়ি ইউনিয়নের চতুরবাড়িয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালখড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোতালেব সিকদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেন বাকি, তালখড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর লাল, শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গফুর মোল্লা, বুনাগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ, তালখড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মণ্ডল, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বারিক বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক দলিল উদ্দিন এবং জেলা মহিলা দলের সদস্য রুনা সালাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আঞ্চলিক কার্যালয় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং এলাকার তৃণমূল নেতাকর্মীদের ঐক্য আরও সুদৃঢ় করবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আগামীর গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের


















