আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে ভোরেই মাঠে নামছে জামায়াত।
- আপডেট সময় ০২:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : রাজধানীতে আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে বৃহস্পতিবার (১৩ ই নভেম্বর) ভোর থেকেই মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। ফজরের নামাজের পরপরই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান নিতে দেখা যায়।সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজার এলাকায় দলটির কর্মীরা অবস্থান নেয়,এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।এর আগের রাতে (১২ ই নভেম্বর) বুধবার আওয়ামী লীগের নাশকতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে জামায়াতে ইসলামী,বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে মিছিলটি শুরু হয়,এতে নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ এস এম খালিদুজ্জামান।বিক্ষোভ মিছিলটি গুলশান, বনানী,মহাখালী হয়ে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনানী ১১ নম্বর সড়কে গিয়ে শেষ হয়।সংক্ষিপ্ত সমাবেশে ডাঃ এস এম খালিদুজ্জামান বলেন, জুলাই হত্যাকাণ্ডসহ সব হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে,বিচারিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা চলছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা যে কোনো নাশকতার জবাব দেব।সমাবেশে জামায়াতের স্থানীয় নেতা-কর্মী ও এলাকা বাসীর অংশ গ্রহণে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।এদিকে (১২ ই নভেম্বর ) বুধবার আওয়ামী লীগের নাশকতা ও আগুন সন্ত্রাস প্রতিরোধে সারাদেশে মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করে আট দল,সংবাদ সম্মেলনে জানানো হয়,ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা প্রতিহত করতে আট দলের নেতা কর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন,পাশাপাশি, ফ্যাসিবাদ বিরোধী সব দেশ প্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানানো হয়।


















