ভবন নির্মাণে দীর্ঘসূত্রতা, আড়াই বছর ধরে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলছে
- আপডেট সময় ০৫:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে
থানচি (বান্দরবান) প্রতিনিধি॥
বান্দরবানের থানচি উপজেলার নারিকেল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আড়াই বছর ধরে অস্বাস্থ্যকর পরিবেশে কষ্টের মধ্যেই পাঠগ্রহণ করছে। বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা অস্থায়ী জায়গায় পাঠদান চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পুরনো স্কুল ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় প্রায় আড়াই বছর আগে। ২২-২৩ অর্থ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২৩-২৪ অর্থ সালে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও ২৫-২৬ অর্থ সালেও স্কুল ভবন নির্মাণ কাজ শেষ হয়নি। কিন্তু নির্মাণকাজের ধীরগতির কারণে এখনো তা সম্পন্ন হয়নি। ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর ও দুষিত পরিবেশে ক্লাস করছে। রোদ-বৃষ্টি কিংবা শীত—সব ঋতুতেই শিশুদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উসাইশুয়ে মারমা জানান, দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকায় পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টি হলেই ক্লাস বন্ধ রাখতে হয়, রোদে শিশুরা কষ্ট পায়। পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলছে অনেক শিক্ষার্থীর।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করা অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। দ্রুত ভবন নির্মাণ সম্পন্ন করে বিদ্যালয়টি চালু করার দাবি জানিয়েছেন তারা।
এই নিয়ে উপজেলা শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনা মিত্র চাকমা জানান, নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, অচিরেই শিক্ষার্থীরা নতুন ভবনে পাঠগ্রহণ করতে পারবে।
দ্রুত পদক্ষেপ না নিলে থানচির নারিকেল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান ও উপস্থিতি আরও হ্রাস পাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসীর।






















