বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ সরদার-রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
- আপডেট সময় ০৯:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, গৌরনদী (বরিশাল):
বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ চাঁদশী ৪নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ সরদার (৬৯)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।গত মঙ্গলবার বিকেল ৪টার সময় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)আজ বুধবার সকাল ১০টায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজনসহ অসংখ্য এলাকাবাসী।মরহুম জীবদ্দশায় ছিলেন একজন সৎ, পরোপকারী ও দেশপ্রেমিক ব্যক্তি। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





















