ইতালি যুবলীগের লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৮:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
ইতালি প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আগামী ১৩ নভেম্বর ঢাকায় ঘোষিত লকডাউন সমর্থনে ইতালি আওয়ামী যুবলীগের উদ্যোগে লিফলেট বিতরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের ভিক্টরিয়া এলাকায় আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সোহেল বকসীর নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভিক্টরিয়ার বিভিন্ন স্থানে এ সময় উপস্থিত ছিলেন ইতালির বিভিন্ন প্রভিন্স থেকে আগত আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা।পরে রোমা এন্ড ফুড রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সোহেল বকসী। সভায় বক্তারা যুবলীগের গৌরবময় ইতিহাস, দেশগঠনে যুব সমাজের ভূমিকা এবং আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে প্রবাসী যুবলীগের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসী যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে দলীয় নেতা-কর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা হয়। অনুষ্ঠানটি প্রবাসী বাঙালি সমাজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
























