০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
গৌরনদী-আগৈলঝাড়ায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা থেকে মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (সোমবার ) দিনব্যাপী সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় প্রার্থীদের সঙ্গে তাদের সমর্থক ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের এ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সহকারী রিটার্নিং অফিসার জানান, নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বরিশাল-১ আসনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



























