ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে ধানের শীষের মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।
আজ ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে সংশ্লিষ্ট দুই আসনের দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কেন্দ্রীয়ভাবে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এরই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ও কৌশলগত নির্বাচনী আসন ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এ দলীয় প্রার্থীদের মনোনয়ন অনুমোদন দেওয়া হলো।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীক বিপুল জনসমর্থন পাবে।
মনোনয়নপত্রে স্বাক্ষরের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে গতি আসবে এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন দলটির নেতারা।



























