জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা
- আপডেট সময় ১২:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আনুষ্ঠানিকভাবে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।নবঘোষিত কমিটিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন–কে আহ্বায়ক,এ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু–কে সদস্য সচিব এবংড. কে.এম.আই. মন্টি–কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।দলের দায়িত্বশীল সূত্র জানায়, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখে নতুন প্রজন্মকে সংগঠিত, গতিশীল ও ঐক্যবদ্ধ করতে এই কেন্দ্রীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামনের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে তরুণ নেতৃত্বকে সামনে এনে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটির নতুন পথচলা শুরু হলো—যা জাতীয়তাবাদী দল ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
























