কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান,জরিমানা আদায়
- আপডেট সময় ০৩:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনির সড়কে চলাচলকারী অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় দুটি অবৈধ মাহিদ্র ট্রাক্টর এর মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার(২৪ নভেম্বর) সকালে কালকিনি কলেজের সামনে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন।
উপজেলা প্রশাসন জানায়,কালকিনির বিভিন্ন সড়কে অবৈধ যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় সোমবার সকালে এসব অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হয়।এসময় দুটি মাহিদ্র ট্রাক্টর আটক করে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় প্রশাসন।
এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

























