০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

সশস্ত্রবাহিনী দিবসে সেনাকুঞ্জে মিলনমেলা বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে আলো ছড়ালো অনুষ্ঠান**

কালেরধারা
  • আপডেট সময় ০৯:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক, সামরিক ও সামাজিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের মিলনমেলা দেখা গেছে। দেশে-বিদেশে আলোচিত এই বার্ষিক আয়োজনে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উজ্জ্বল ও উৎসবমুখর।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সপ্রতিভ উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে তিনি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার পাশে রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন এবং সৌজন্য বিনিময়ের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ও তাঁদের সহধর্মিণীরা। রাজনৈতিক অঙ্গন থেকে উপস্থিত ছিলেন এনসিপি প্রধান নাহিদ ইসলামসহ আরও বেশ কয়েকজন নেতা।

বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন ও সশস্ত্রবাহিনীর প্রতিনিধিদের একসঙ্গে অংশগ্রহণের কারণে অনুষ্ঠানটি এক অনন্য সৌহার্দ্যের আবহ সৃষ্টি করে। একাধিক অতিথি জানান, দীর্ঘদিন পর এমন সর্বস্তরের অংশগ্রহণ সেনাকুঞ্জের পরিবেশকে বিশেষভাবে প্রাণবন্ত করেছে।

অনলাইনে অনেক নেটিজেন এই মিলনমেলার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন। তাঁদের মতে, রাষ্ট্রীয় দিবসের এমন অনুষ্ঠান দেশজুড়ে একটি ইতিবাচক বার্তা বহন করে।

সশস্ত্রবাহিনী দিবসের মূল আয়োজন শেষে অতিথিরা ধীরে ধীরে বিদায় নিলেও সেনাকুঞ্জের আলো ঝলমলে পরিবেশ এবং সৌহার্দ্যের দৃশ্য উপস্থিত সবার মনেই থেকে যায়।

নিউজটি শেয়ার করুন

সশস্ত্রবাহিনী দিবসে সেনাকুঞ্জে মিলনমেলা বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে আলো ছড়ালো অনুষ্ঠান**

আপডেট সময় ০৯:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক, সামরিক ও সামাজিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের মিলনমেলা দেখা গেছে। দেশে-বিদেশে আলোচিত এই বার্ষিক আয়োজনে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উজ্জ্বল ও উৎসবমুখর।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সপ্রতিভ উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে তিনি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার পাশে রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন এবং সৌজন্য বিনিময়ের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ও তাঁদের সহধর্মিণীরা। রাজনৈতিক অঙ্গন থেকে উপস্থিত ছিলেন এনসিপি প্রধান নাহিদ ইসলামসহ আরও বেশ কয়েকজন নেতা।

বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন ও সশস্ত্রবাহিনীর প্রতিনিধিদের একসঙ্গে অংশগ্রহণের কারণে অনুষ্ঠানটি এক অনন্য সৌহার্দ্যের আবহ সৃষ্টি করে। একাধিক অতিথি জানান, দীর্ঘদিন পর এমন সর্বস্তরের অংশগ্রহণ সেনাকুঞ্জের পরিবেশকে বিশেষভাবে প্রাণবন্ত করেছে।

অনলাইনে অনেক নেটিজেন এই মিলনমেলার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন। তাঁদের মতে, রাষ্ট্রীয় দিবসের এমন অনুষ্ঠান দেশজুড়ে একটি ইতিবাচক বার্তা বহন করে।

সশস্ত্রবাহিনী দিবসের মূল আয়োজন শেষে অতিথিরা ধীরে ধীরে বিদায় নিলেও সেনাকুঞ্জের আলো ঝলমলে পরিবেশ এবং সৌহার্দ্যের দৃশ্য উপস্থিত সবার মনেই থেকে যায়।