গৌরনদীতে যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যু, পরিবারের হত্যার অভিযোগ
- আপডেট সময় ০৭:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে উপজেলা যুবলীগের সদস্য মো. আমিনুল ইসলাম হাওলাদার (৪২) রহস্যজনকভাবে নিহত হয়েছেন। রোববার সকালে কমলাপুর গ্রামের নিজবাড়ির সন্নিকটে পুকুরের ঘাটলার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনাটিকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, একই সঙ্গে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো উপজেলায়।
স্থানীয়রা জানান, সকালে পুকুরের ঘাটলায় মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গৌরনদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে।
নিহত আমিনুল ইসলাম হাওলাদার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর মাস্টারের ছেলে এবং দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবার ও স্বজনদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়—পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, আমিনুল প্রতিদিন রাত ১০টার দিকে খাবার খেয়ে বাজারে যেতেন এবং রাত ১২টার দিকে বাসায় ফিরতেন। কিন্তু শনিবার রাতে খাবার খেয়ে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
এদিকে, পুলিশ বলছে—ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হত্যার অভিযোগের বিষয়টিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।






















