০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
লোহাগড়া! আজ সন্ধ্যায় কাজি শুভর কনসার্টে মাতবে নড়াইল
কালেরধারা
- আপডেট সময় ০৩:১৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
নড়াইলের লোহাগড়া আজ জমে উঠবে সঙ্গীতপ্রেমীদের পদচারণায়। জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজি শুভ আজ সন্ধ্যায় অংশ নিচ্ছেন এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানে—লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ সন্ধ্যায় একটি কনসাট আয়োজন করা হয়েছে। এছাড়া অনেক ব্রান্ডের তারকা তাদের সঙ্গীত পরিবেশন করবেন।“হ্যালো- লোহাগড়া, দেখা হচ্ছে আজ সন্ধ্যায়!”—এই বার্তায় ভক্তদের উদ্দেশে কাজি শুভ জানিয়েছেন, তার গানে আজ লোহাগড়া মাতবে নতুন উচ্ছ্বাসে ও সুরের মূর্ছনায়।
অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় তরুণ-তরুণীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজক সূত্রে জানা গেছে, সঙ্গীত পরিবেশনার পাশাপাশি থাকবে আলো ঝলমলে মঞ্চ, স্থানীয় শিল্পীদেরও পারফরম্যান্স এবং নানা চমক।কাজি শুভর ভক্তদের জন্য আজকের সন্ধ্যা নিঃসন্দেহে হবে সুর আর ভালোবাসায় ভরা এক স্মরণীয় সময়।


























