গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
নিহত ভ্যানচালকের নাম মঞ্জু বেপারী (৫০)। তিনি পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে যাত্রী নামিয়ে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন মঞ্জু বেপারী। বাড়ির কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মঞ্জু বেপারীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।























