বরিশাল জেলার পুলিশ সুপারের আকস্মিক বাকেরগঞ্জ থানা পরিদর্শন।
পুলিশ সুপার, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন
বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম আজ বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি বাকেরগঞ্জ থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বাকেরগঞ্জ থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরে পুলিশ সুপার মহোদয় বাকেরগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে আরও সচেতন ও আন্তরিক হওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপারের এ আকস্মিক পরিদর্শনে থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয় এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।























