গৌরনদী প্রেস ক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার, বরিশালঃ
আপডেট : শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
গৌরনদী প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার সকালে প্রেস ক্লাব কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।
সাধারণ সভায় বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, এস. এম. জুলফিকার, মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, আমিনা আকতার সোমা, মো. খায়রুল ইসলাম, এস. এম. মোশারফ হোসেন, আমিন মোল্লা, বদরুজ্জামান খান সবুজ ও কাজী আল আমিন।
সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য ৭ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন—
সভাপতি: জহুরুল ইসলাম জহির (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ)
সহসভাপতি: এ. আলম (দৈনিক মানবজমিন)
সাধারণ সম্পাদক: এস. এম. জুলফিকার (দৈনিক আমাদের সময়)
সহ-সাধারণ সম্পাদক: আমিনা আকতার সোমা (দৈনিক আমার দেশ) কোষাধ্যক্ষ: জামিল মাহমুদ (দৈনিক ভোরের পাতা)
দপ্তর সম্পাদক: মোহাম্মদ আলী বাবু (দৈনিক সংবাদ)
প্রচার সম্পাদক: মো. হাসান মাহমুদ (দৈনিক কালের কণ্ঠ)
প্রধান অতিথি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, গৌরনদী প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।























