০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদ ও প্রকৌশলী তাপসের মনোনয়ন সংগ্রহ

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বুধবার দুই প্রার্থীর পক্ষ থেকে তাদের নিজ নিজ দলের নেতাকর্মীরা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসমা উল হুসনার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বুধবার পূর্বাহ্নে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পার্টির বরিশাল জেলা ও মহানগরে নেতৃবৃন্দ। মনোনয়ন ফরম সংগ্রহে আসা এবি পার্টির ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বরিশাল-৩ আসনের নির্বাচনী সমন্বয়ক জেলা ও মহানগর কমিটির যুগ্ম-আহবায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার এবং সদস‍্য সচিব ইঞ্জিনিয়ার জি.এম রাব্বী। এসময় মেরিন ইঞ্জিনিয়ার আজাদ সজীব ও রাজীব খানসহ এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এক প্রতিক্রিয়ায় আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি.এম রাব্বী বলেন, ‘দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। এ অবস্থা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর না হয়ে বরং সংঘাতময় হয়ে উঠতে পারে। শরীফ ওসমান হাদির মতো কোনো প্রার্থী যেন ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার শিকার না হন, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশন তথা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নির্বাচন কমিশনের ঘোষিত তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবে কার্যকর নয় বলেই প্রতীয়মান হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম ওসমান হাদির খুনিচক্রের সকলকে গ্রেপ্তারের মাধ্যমে সরকারের সক্ষমতা এবং আন্তরিকতা প্রমাণ করতে হবে।’

এদিকে বুধবার অপরাহ্নে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জাতীয় পার্টির নেতৃবৃন্দ। মনোনয়ন ফরম নিতে আসা জাতীয় পার্টির ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম হেমায়েত। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক আলামিন চিশতি, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি জুম্মান হায়দার, জেলা শ্রমিক পার্টির আহবায়ক জাহাঙ্গীর ফকির, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন রিপন মোল্লা, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহমান, জেলা কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন রাজ, দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সবুজ খান প্রমুখ। #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
৫২৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদ ও প্রকৌশলী তাপসের মনোনয়ন সংগ্রহ

আপডেট সময় ০১:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বুধবার দুই প্রার্থীর পক্ষ থেকে তাদের নিজ নিজ দলের নেতাকর্মীরা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসমা উল হুসনার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বুধবার পূর্বাহ্নে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পার্টির বরিশাল জেলা ও মহানগরে নেতৃবৃন্দ। মনোনয়ন ফরম সংগ্রহে আসা এবি পার্টির ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বরিশাল-৩ আসনের নির্বাচনী সমন্বয়ক জেলা ও মহানগর কমিটির যুগ্ম-আহবায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার এবং সদস‍্য সচিব ইঞ্জিনিয়ার জি.এম রাব্বী। এসময় মেরিন ইঞ্জিনিয়ার আজাদ সজীব ও রাজীব খানসহ এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এক প্রতিক্রিয়ায় আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি.এম রাব্বী বলেন, ‘দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। এ অবস্থা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর না হয়ে বরং সংঘাতময় হয়ে উঠতে পারে। শরীফ ওসমান হাদির মতো কোনো প্রার্থী যেন ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার শিকার না হন, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশন তথা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নির্বাচন কমিশনের ঘোষিত তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবে কার্যকর নয় বলেই প্রতীয়মান হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম ওসমান হাদির খুনিচক্রের সকলকে গ্রেপ্তারের মাধ্যমে সরকারের সক্ষমতা এবং আন্তরিকতা প্রমাণ করতে হবে।’

এদিকে বুধবার অপরাহ্নে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জাতীয় পার্টির নেতৃবৃন্দ। মনোনয়ন ফরম নিতে আসা জাতীয় পার্টির ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম হেমায়েত। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক আলামিন চিশতি, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি জুম্মান হায়দার, জেলা শ্রমিক পার্টির আহবায়ক জাহাঙ্গীর ফকির, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন রিপন মোল্লা, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহমান, জেলা কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন রাজ, দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সবুজ খান প্রমুখ। #