গৌরনদীতে প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদী উপজেলা প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে আজ এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালেই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ ও সমাজের মূলধারায় যুক্ত করতে সরকারি-বেসরকারি সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁদের সক্ষমতা বিকাশ ও জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন সর্বদা সহযোগিতা করে যাবে।
সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদারের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া প্রতিবন্ধী সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করা হয়।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।



























