০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের আড়িয়ালখা সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়ালখা সেতুর উপরে ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী “ওয়েলকাম পরিবহন” বাসটি সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভাঙ্গাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ওসি জহুরুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১১২ বার পড়া হয়েছে

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫

আপডেট সময় ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের আড়িয়ালখা সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়ালখা সেতুর উপরে ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী “ওয়েলকাম পরিবহন” বাসটি সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভাঙ্গাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ওসি জহুরুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”