জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ২৫ এর পুরস্কার বিতরণ
গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে আয়োজিত “জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫” এর পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় খাঞ্জাপুর ইউনিয়নের কামালাপুর পাকা মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদ-এর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাব্যাপী ছিল তরুণদের গভীর আগ্রহ ও উৎসাহ। খেলায় অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
—
প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন,
“খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে তরুণদের এগিয়ে আসতে হবে।”
—
সভাপতির বক্তব্য
সমাবেশে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের সমন্বয়ক ও কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মো. ফেরদৌস হাওলাদার।
তিনি বলেন,
“কামালাপুর যুব সমাজের উদ্যোগ প্রমাণ করে—তরুণ প্রজন্ম খেলাধুলা ও গঠনমূলক কাজে আগ্রহী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রস্তুত।”
বিশেষ অতিথিদের উপস্থিতিঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রফিকুল ইসলাম কাজল, সদস্য, বরিশাল জেলা (উত্তর) বিএনপিসৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আহবায়ক, উপজেলা বিএনপিআলহাজ্ব আবুল হোসেন মিয়া, সাবেক আহবায়ক, উপজেলা বিএনপিবদিউজ্জামান মিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়কমো. শামিম খলিফা, যুগ্ম আহবায়কমজিবুর রহমান মাস্টারআবুল কালাম আজাদশরিফ শফিকুর রহমান স্বপন, ভারপ্রাপ্ত আহবায়ক, পৌর বিএনপিমো. জকির শরিফ, সাবেক আহবায়ক, পৌর বিএনপিমো. ফজলুল হক সরদার, আহবায়ক, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপিমাসুদ রানা, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদলপৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূইয়া ও মো. সিরাজ সরদারএছাড়াও জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-্আ্য়ো্জ্নে্ প্রবাসী ও শিক্ষাঙ্গনের সহযোগিতা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন—মো. রফিকুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিপ্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদারআবু সায়েম সুমনমা ইনুল ইসলামনুর ইসলাম তালুকদারমাহাতাব হাওলাদার শামীম হাওলাদার
টুনামেন্ট ৭ দল, চ্যাম্পিয়ন দল পেল ১০ হাজার টাকা
এবারের টুর্নামেন্টে মোট ৭টি দল অংশগ্রহণ করে।
ফাইনালে বিজয়ী দলকে ১০ হাজার টাকা এবং রানার আপ দলকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।তরুন প্রজন্মকে ক্রীড়ামুখী করার প্রত্যাশা
টুর্নামেন্টের সফল আয়োজনে বক্তারা আশা প্রকাশ করেন যে,
এই উদ্যোগ স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করবে এবং শহীদ জিয়ার আদর্শে নতুন প্রজন্মকে দেশগঠনের পথে অনুপ্রাণিত করবে।







































