কালকিনিতে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
স্টাফ রিপোর্টার
“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি, প্রানীসম্পদে হবে উন্নতি “এই প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সপ্তাহব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
বুধবার সকালে র্যালি শেষে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোসের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আই সি টি কর্মকর্তা আরিফুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান,কালকিনি থানার উপপরিদর্শক লিটন হোসেন ।
সপ্তাহব্যাপী এ আয়োজনে উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর মাঠে বিভিন্ন স্টলে উপজেলার সফল উদ্যোক্তারা তাদের খামারে পালিত বিভিন্ন জাতের প্রাণী ও কৃষি সামগ্রী প্রদর্শন করেন। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।







































