নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন
আগৈলঝাড়ায় প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা ৯ম পে–স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলার সকল দপ্তরের প্রায় শতাধিক কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের ৯ম পে–স্কেলের সুবিধা বাস্তবায়ন না হওয়ায় তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের ঘোষিত কাঠামো অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানান তারা। একই সঙ্গে কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা ঘোষণা দেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।







































