নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্ভোধন
সোহলে রায়হান, স্টাফ রিপোর্টার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়হান মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি), নেছারাবাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ডাঃ তাপস কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নেছারাবাদ, পিরোজপুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নত প্রযুক্তি, আধুনিক পশুপালন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ খাতের সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। প্রদর্শনীতে উন্নত জাতের গবাদিপশু, পোলট্রি, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, পশুখাদ্যসহ বিভিন্ন সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি স্থান পায়।
আয়োজনটি বাস্তবায়ন করেছে, উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নেছারাবাদ। সহযোগিতায় ছিল, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
অনুষ্ঠান শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে দিনব্যাপী এ আয়োজন।







































