জনস্বার্থে গৌরনদী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা
গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,সড়ক নিয়ন্ত্রন,সরকারি হাসপাতালে দালাল প্রতিরোধ, বেসরকারি ক্লিনিকের অব্যবস্খাপনা ও অস্বাস্থ্যকর সেবা প্রদান ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযান পরিচালনা করা হয় ।
আজ মঙ্গলবার ২৫ নভেম্বর বিভিন্ন ক্লিনিক সরকারি বেসরকারি হাসপাতাল , ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচলের বেপরোয়া গতি ও গাড়ীর কাজগপত্র ফিটনেস সহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরিশালের গৌরনদী উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্টেড মো: মেহেদী হাসান ,সহযোগিতায় গৌরনদী মডেল থানা পুলিশ ।
সরেজমিনে দেখা গেছে, বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দালাল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি বাটাজোড় এলাকার বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারেও অভিযান চালানো হয়।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কয়েকজনকে আটক করে প্রথমবারের মতো মুচলেকা নিয়ে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে কেউ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারবে না।
সম্প্রতি বাটাজোড়ে মদিনা ডায়গনস্টিক সেন্টারে এক প্রসুতী নারী সিজারিয়ান পরবর্তী মৃত্যু হয়। সেখানেও অভিযান পরিচালনা করা হয় এসময় মদিনা ক্লিনিক বন্ধ পাওয়ায় কেন্দ্রটির গেটে নোটিশ টাঙানো হয়।
সুইস মেডিকেল সেন্টারের অপারেশন সেন্টারে যথাযথ লজিস্টিক সুবিধা ও অপারেশনের পর রোগী রাখার কক্ষ না থাকায় এর অপারেশন থিয়েটারের কার্যক্রম স্থগিত ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়। একইসঙ্গে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সার্বক্ষণিক ডাক্তার না রাখায় প্রতিষ্ঠানটিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা এবং মুচলেকা নেওয়া হয়।
এদিন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাস্তা দখল করে মালামাল রাখা ও ব্যবসায়িক লাইসেন্স না থাকার দায়ে দুইজনকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। শব্দদূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে দুইটি গাড়িকে ৮,০০০ (আট হাজার) টাকা জরিমানা করা হয়।
জনসচেতনতা বাড়াতে সরকারি জমি ও রাস্তাঘাট দখলমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী আবশ্যিক জেলদণ্ডের বিধান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তার টিম, এবং গৌরনদী মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।






































