বরিশাল-২ গণঅধিকার পরিষদ মনোনীত মোঃ সবুজ সেরনিয়াবাত
- আপডেট সময় ১২:০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-০২ আসন (উজিরপুর–বানারিপাড়া) থেকে গণঅধিকার পরিষদ (জিওপি) আনুষ্ঠানিকভাবে মোঃ সবুজ সেরনিয়াবাতকে প্রার্থী ঘোষণা করেছে। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তার নাম চূড়ান্ত হওয়ায় এলাকায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
মোঃ সবুজ সেরনিয়াবাত দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সামাজিক কার্যক্রম, গণমানুষের অধিকার আদায় এবং যুবসমাজকে সংগঠিত করার কাজ করে আসছেন। মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বরিশাল-০২ আসনের মানুষের প্রত্যাশা পূরণে আমি সব সময় কাজ করেছি, নির্বাচিত হতে পারলে উজিরপুর–বানারিপাড়ার উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
স্থানীয় পর্যায়ে দলীয় নেতা-কর্মীরা জানান, তরুণ ও সৎ রাজনীতির প্রতীক হিসেবে সবুজ সেরনিয়াবাদের প্রতি জনগণের মধ্যে ইতিবাচক সাড়া রয়েছে। নির্বাচনী মাঠে ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি তৈরি করেছেন।
এদিকে বরিশাল-০২ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোও তাদের প্রার্থীদের নিয়ে প্রস্তুতি নিচ্ছে। সবুজ সেরনিয়াবাদের সক্রিয় প্রচারণা ও তরুণ ভোটারদের প্রতি তার গ্রহণযোগ্যতা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকদের মত।
গণঅধিকার পরিষদের নেতারা আশা প্রকাশ করেছেন, সুশাসন, গণতন্ত্র ও জনঅধিকার প্রতিষ্ঠার ধারাবাহিকতায় মোঃ সবুজ সেরনিয়াবাদের প্রার্থিতা আসনটিতে একটি প্রতিযোগিতামূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।



















