অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা জোরদারে বাবুগঞ্জে ইয়ুথ লিডার টিমের পুনর্গঠন সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০১:১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ০ বার পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধিঃ
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে তরুণ ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাবুগঞ্জে অনুষ্ঠিত হলো ইয়ুথ লিডার টিমের পুনর্গঠন সভা। শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ও অনুষ্ঠানের মেন্টর হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৩ আসনের পিস অ্যাম্বাসেডর, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন—সুশাসনের জন্য নাগরিক কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না।
সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুজন কমিটির সভাপতি বেগম খালেদা ওহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মুলাদীর পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল রহিম, এবং ব্র্যাকের নিরাপদ অভিবাসন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও দি হাঙ্গার প্রজেক্টের সাবেক সমন্বয়কারী আবু হানিফ ফকির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বরিশালের আঞ্চলিক সহ-সমন্বয়কারী ও ইয়ুথ টিমের প্রধান সমন্বয়কারী হাদিউজ্জামান সুজন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ আহমেদ মুন্না বলেন, “তরুণরাই দেশের আগামী দিনের নেতৃত্ব। তাদের সক্রিয় ভূমিকা ছাড়া গণতন্ত্র ও সুশাসন বিকশিত হতে পারে না। তাই প্রত্যেক তরুণ ভোটারকে ভোটাধিকার প্রয়োগে সচেতন হতে হবে।”
সভায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইয়ুথ লিডাররা অংশগ্রহণ করেন। তারা নির্বাচনী সচেতনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং তরুণদের নেতৃত্ব বিকাশে বিভিন্ন মতামত ও পরিকল্পনা উপস্থাপন করেন।
আয়োজকরা জানান, পুনর্গঠিত ইয়ুথ লিডার টিম আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে তরুণ ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করবে।




















