০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

গৌরনদীতে চাঁদার দাবিতে পাচ নারীকে মারধর মামলা, গ্রেফতার ২

কালেরধারা
  • আপডেট সময় ১২:২৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

৫ লাখ টাকা চাঁদার দাবিতে তিন নারীকে মারধর: পৌর ছাত্রদলের ৪ জনসহ ১৫–২০ জনের বিরুদ্ধে  গৌরনদী ম‌ডেল থানায় মামলা, গ্রেফতার ২ জন ।

বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ভবনের কাজে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও টাকা না পেয়ে ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগে পৌর ছাত্রদলের চার নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা হয়েছে। এ ঘটনায় দুই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে গৌরনদী উপজেলার টরকীরচর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন ।

এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বামী ঢাকায় ব্যবসা করায় ছালমা আক্তার নিজেই নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করছিলেন। গত ২১ নভেম্বর পৌর ছাত্রদলের একদল নেতা-কর্মী তার বাড়িতে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এর আগে ‘মিষ্টি খাওয়ার’ কথা বলে তারা ১০ হাজার টাকা নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ছালমা আক্তার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার বেলা ১১টার দিকে তার বাড়িতে হামলা চালানো হয়। তাকে পিটিয়ে আহত করা ছাড়াও তার ব্যবহৃত দেড় ভরি স্বর্ণালঙ্কার এবং পার্সে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাকে বাঁচাতে এগিয়ে আসা তার বোন শাহিনা বেগম ও প্রতিবেশী ফাতেমা আক্তারকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। তাদের কাছ থেকেও আড়াই ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

হামলাকারীরা হুমকি দেয়—দাবিকৃত টাকা না দিলে ভবনের নির্মাণ কাজ চালাতে দেওয়া হবে না।

গ্রেফতার ও পুলিশের বক্তব্য

তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে গৌরনদী বন্দরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন (৩৫) ও ছাত্রদল কর্মী শওকত হাওলাদার (৩৮)।

শনিবার দুপুরে তাদের বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

আসামিদের দাবি

আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের মেহেদী আকন বলেন,
“চাঁদাদাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে ডেকে নিয়ে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। সেই ঘটনা ধামাচাপা দিতেই উল্টো আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।”

মামলাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে চাঁদার দাবিতে পাচ নারীকে মারধর মামলা, গ্রেফতার ২

আপডেট সময় ১২:২৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার

৫ লাখ টাকা চাঁদার দাবিতে তিন নারীকে মারধর: পৌর ছাত্রদলের ৪ জনসহ ১৫–২০ জনের বিরুদ্ধে  গৌরনদী ম‌ডেল থানায় মামলা, গ্রেফতার ২ জন ।

বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ভবনের কাজে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও টাকা না পেয়ে ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগে পৌর ছাত্রদলের চার নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা হয়েছে। এ ঘটনায় দুই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে গৌরনদী উপজেলার টরকীরচর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন ।

এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বামী ঢাকায় ব্যবসা করায় ছালমা আক্তার নিজেই নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করছিলেন। গত ২১ নভেম্বর পৌর ছাত্রদলের একদল নেতা-কর্মী তার বাড়িতে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এর আগে ‘মিষ্টি খাওয়ার’ কথা বলে তারা ১০ হাজার টাকা নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ছালমা আক্তার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার বেলা ১১টার দিকে তার বাড়িতে হামলা চালানো হয়। তাকে পিটিয়ে আহত করা ছাড়াও তার ব্যবহৃত দেড় ভরি স্বর্ণালঙ্কার এবং পার্সে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাকে বাঁচাতে এগিয়ে আসা তার বোন শাহিনা বেগম ও প্রতিবেশী ফাতেমা আক্তারকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। তাদের কাছ থেকেও আড়াই ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

হামলাকারীরা হুমকি দেয়—দাবিকৃত টাকা না দিলে ভবনের নির্মাণ কাজ চালাতে দেওয়া হবে না।

গ্রেফতার ও পুলিশের বক্তব্য

তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে গৌরনদী বন্দরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন (৩৫) ও ছাত্রদল কর্মী শওকত হাওলাদার (৩৮)।

শনিবার দুপুরে তাদের বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

আসামিদের দাবি

আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের মেহেদী আকন বলেন,
“চাঁদাদাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে ডেকে নিয়ে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। সেই ঘটনা ধামাচাপা দিতেই উল্টো আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।”

মামলাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।