০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

কালকিনিতে মোবাইল কোর্টে এক লাখ টাকা জরিমানা

কালেরধারা
  • আপডেট সময় ১২:৩৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী খাসেরহাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সবুজ (৩৪) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে এ জরিমানা আদায় করা হয়।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অভিযানের স্থানে অবৈধ বালু উত্তোলনের সরাসরি প্রমাণ মেলায় আদালত ঘটনার সঙ্গে জড়িত সবুজকে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে, যা ঘটনাস্থলেই আদায় করা হয়।

অভিযানে খাসেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।

ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, “পরিবেশ, নদী ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে এবং তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কালকিনিতে মোবাইল কোর্টে এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১২:৩৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী খাসেরহাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সবুজ (৩৪) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে এ জরিমানা আদায় করা হয়।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অভিযানের স্থানে অবৈধ বালু উত্তোলনের সরাসরি প্রমাণ মেলায় আদালত ঘটনার সঙ্গে জড়িত সবুজকে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে, যা ঘটনাস্থলেই আদায় করা হয়।

অভিযানে খাসেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।

ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, “পরিবেশ, নদী ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে এবং তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।