ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বরিশাল-১: ২০০১ সালের নির্যাতনের আতঙ্কে সংখ্যালঘুরা—জহির উদ্দিন স্বপনকে মনোনয়ন পুনর্বিবেচনা ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন পুর্ণ বিবেচনার দাবী নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানব বন্ধন
- আপডেট সময় ০২:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিএনপির বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়ন পুর্ণ বিবেচনায় রাখা ও তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার সকালে ১১ টায় আগৈলঝাড়া থানার সামনে মানববন্ধন এবং উপজেলা চত্বরে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্দির কমিটি, পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় সংখ্যালঘু নাগরিকদের ব্যানার-ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নিতে দেখা যায় নারী-পুরুষসহ সকল শ্রেণিপেশার মানুষকে।
মানববন্ধনে বক্তারা বলেন, “ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান একজন শান্তিপ্রিয়, শিক্ষিত ও সাধারণ মানুষের প্রতি নিবেদিত প্রার্থী। তিনি বরাবরই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার রক্ষা করে কাজ করে এসেছেন। তাঁর মতো যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে এলাকায় শান্তি-সম্প্রীতি আরও সুসংহত হবে।”
বক্তারা আরও অভিযোগ করেন, নির্বাচনী মাঠে বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ, ভয়ভীতি ও হামলার ঘটনা আতঙ্কে রয়েছেন । তাই তারা ইঞ্জিনিয়ার সোবহানের পাশাপাশি এলাকার সকল সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপের দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, বিএনপি নেতৃত্ব স্থানীয় পর্যায়ে সব বিবেচনা করে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়ন বহাল রাখবেন।























