গৌরনদীতে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ফিডিং কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় ১২:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
কালের ধারা নিউজ ডেস্কঃ
বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে গৌরনদীতে আনুষ্ঠানিকভাবে ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোসা. তাসলিমা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম এবং আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের তত্ত্বাবধায়ক মো. মনজুর মাশুক।উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা অফিসার মোসা. তাসলিমা বেগম জানান, গৌরনদী উপজেলার মডেল স্কুল ও আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ফিডিং কর্মসূচি চালু হয়েছে। তিনি বলেন,সপ্তাহে ৫ দিন শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসম্মত ও উন্নতমানের রুটি, কলা, সেদ্ধ ডিমসহ বিভিন্ন পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে। এতে শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক এবং সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান ও মো. রফিকুল ইসলামসহ স্থানীয় শিক্ষক মন্ডলী।
ফিডিং কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।




















