০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

বিএম কলেজ ছাত্র ও বাস শ্রমিক মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকর ঘটনা সমাধান

কালেরধারা
  • আপডেট সময় ১১:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক উত্তেজনাকর ঘটনার পর আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছেছে সংশ্লিষ্ট সবপক্ষ। আজকের বৈঠকে শিক্ষার্থী, বাস মালিক-শ্রমিক সংগঠন ও কলেজ কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ করে জানিয়েছে যে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভ্রমণ সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। গৃহীত সিদ্ধান্তসমূহ ১. হাফ ভাড়া সপ্তাহের ৭ দিনই প্রযোজ্য শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিনই হাফ ভাড়া কার্যকর থাকবে। দিনের শেষ গাড়িতেও এই হাফ ভাড়ার নিয়ম কঠোরভাবে মানা হবে বলে মালিক ও শ্রমিক পক্ষ নিশ্চিত করেছে।২. শিক্ষার্থী ও যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণ বাস মালিক ও শ্রমিকরা সকল শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের প্রতি আরও ভদ্র, শালীন ও সম্মানজনক আচরণ করবেন। যেকোনো ধরনের অসদাচরণ বরদাস্ত করা হবে না। ৩. প্রতিটি বাসে ভাড়ার তালিকা ও যোগাযোগ তথ্যসব  বাসে যথাযথ কর্তৃপক্ষের যোগাযোগ নম্বর, প্রতিনিধিদের তথ্য এবং ভাড়ার চার্ট টানানো থাকবে। এতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়ার চার্টও স্পষ্টভাবে প্রদর্শিত হবে।৪. ক্ষতিগ্রস্ত বাস মেরামত ও চিকিৎসা সহায়তা ঘটনার সময় ক্ষতিগ্রস্ত বাসগুলোর মেরামতের দায়িত্ব মালিকপক্ষ নেবে। পাশাপাশি ঘটনাস্থলে আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে কলেজ কর্তৃপক্ষ।৫. বাস চলাচল স্বাভাবিক বৈঠকে সমঝোতায় পৌঁছানোর পর আজ থেকেই সব রুটে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। শিক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য অতিরিক্ত সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষের আহ্বান বৈঠক শেষে সরকারি বিএম কলেজের মাননীয় অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে সহনশীল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, “সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক অটুট থাকুক।”

ঘটনার পর দ্রুত সমাধানে পৌঁছানোয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিএম কলেজ ছাত্র ও বাস শ্রমিক মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকর ঘটনা সমাধান

আপডেট সময় ১১:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার:
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক উত্তেজনাকর ঘটনার পর আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছেছে সংশ্লিষ্ট সবপক্ষ। আজকের বৈঠকে শিক্ষার্থী, বাস মালিক-শ্রমিক সংগঠন ও কলেজ কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ করে জানিয়েছে যে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভ্রমণ সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। গৃহীত সিদ্ধান্তসমূহ ১. হাফ ভাড়া সপ্তাহের ৭ দিনই প্রযোজ্য শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিনই হাফ ভাড়া কার্যকর থাকবে। দিনের শেষ গাড়িতেও এই হাফ ভাড়ার নিয়ম কঠোরভাবে মানা হবে বলে মালিক ও শ্রমিক পক্ষ নিশ্চিত করেছে।২. শিক্ষার্থী ও যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণ বাস মালিক ও শ্রমিকরা সকল শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের প্রতি আরও ভদ্র, শালীন ও সম্মানজনক আচরণ করবেন। যেকোনো ধরনের অসদাচরণ বরদাস্ত করা হবে না। ৩. প্রতিটি বাসে ভাড়ার তালিকা ও যোগাযোগ তথ্যসব  বাসে যথাযথ কর্তৃপক্ষের যোগাযোগ নম্বর, প্রতিনিধিদের তথ্য এবং ভাড়ার চার্ট টানানো থাকবে। এতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়ার চার্টও স্পষ্টভাবে প্রদর্শিত হবে।৪. ক্ষতিগ্রস্ত বাস মেরামত ও চিকিৎসা সহায়তা ঘটনার সময় ক্ষতিগ্রস্ত বাসগুলোর মেরামতের দায়িত্ব মালিকপক্ষ নেবে। পাশাপাশি ঘটনাস্থলে আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে কলেজ কর্তৃপক্ষ।৫. বাস চলাচল স্বাভাবিক বৈঠকে সমঝোতায় পৌঁছানোর পর আজ থেকেই সব রুটে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। শিক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য অতিরিক্ত সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষের আহ্বান বৈঠক শেষে সরকারি বিএম কলেজের মাননীয় অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে সহনশীল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, “সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক অটুট থাকুক।”

ঘটনার পর দ্রুত সমাধানে পৌঁছানোয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।