সাফল্যের সঙ্গে সমাপ্ত হলো কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর শ্রেণি পাঠদান সমাপনী অনুষ্ঠান।
- আপডেট সময় ০৭:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে
আবির হাসান পারভেজ,মাদারীপুরঃ
নাচ, গান, আবৃত্তির মধ্যে দিয়ে সফলভাবে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীতে উৎসবমুখর পরিবেশে ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেণি পাঠদান সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে শিক্ষার্থীদের বছরব্যাপী পরিশ্রমের স্বীকৃতি এবং নতুন পরীক্ষার জন্য অনুপ্রেরণা দেওয়া হয়।
সোমবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
পরে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।




















