বরিশাল-১ আসনে প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিএনপি নেতা মাহবুবুল ইসলামের সংবাদ সম্মেলন
- আপডেট সময় ০৩:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৮৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল ইসলাম (মাহবুব)।
আজ (তারিখ উল্লেখযোগ্য) স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে তিনি জানান, বরিশাল-১ আসনে বিএনপির পক্ষ থেকে ঘোষিত প্রার্থী পুনরায় বিবেচনা করে আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি তৃণমূল নেতা-কর্মীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, “আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ৪০ বছর ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিত থেকে তৃণমূলের নেতা-কর্মীদের পাশে থেকেছেন। দল যখন দুঃসময় অতিক্রম করেছে—বিশেষ করে ১/১১ এর সময়ে—তখন তিনি আগৈলঝাড়া-গৌরনদী বিএনপির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন।”
সংগঠনকে শক্তিশালী করতে তার নিরলস ভূমিকা, কর্মীদের বিপদে-আপদে পাশে থাকা এবং সার্বিক সহায়তার কথা উল্লেখ করে মাহবুবুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে পরীক্ষিত ও নিবেদিত নেতা আলহাজ্ব সোবাহানই বরিশাল-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সক্ষম। হিন্দু-মুসলিম সব শ্রেণির ভোটারদের কাছে তিনি একজন গ্রহণযোগ্য মানুষ।”
বক্তৃতায় তিনি অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী জনাব জহির উদ্দিন স্বপন অতীতে দল ও নেতৃত্ব সম্পর্কে প্রকাশ্যে সমালোচনা করেছেন এবং ২০০১ সালে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগে তার বিতর্কিত ভূমিকা রয়েছে। এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিলে তৃণমূলের মনোবল ভেঙে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, “আমরা ধানের শীষের রাজনীতির কর্মী। আমরা ধানের শীষের পক্ষেই থাকতে চাই। তাই আগৈলঝাড়া-গৌরনদী বিএনপির নেতা-কর্মীদের শক্তিশালী দাবি—এই আসনে আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে পুনঃমনোনয়ন দেওয়া হোক।”
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আকুল আবেদন জানান, যেন তৃণমূলের দাবি বিবেচনা করে প্রার্থিতা পুনর্বিবেচনা করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




















