গ্রামে রাস্তার সংস্কারকাজে কালভার্ট নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা
- আপডেট সময় ০৩:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মধ্য করপাড়া গ্রামে রাস্তার সংস্কারকাজে কালভার্ট নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান উন্নয়নকাজের অংশ হিসেবে গ্রামের রাস্তায় কালভার্ট নির্মাণ করা হচ্ছে। তবে কাজটি শুরু থেকেই নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পরিচালনা করায় বিপদের মুখে পড়েছেন আশপাশের বাসিন্দারা।
গতকাল কালভার্টের জন্য খননকাজ চলাকালে সুলতান বেপারীর ছেলে মোঃ মানিক বেপারীর বাড়ির পাশে কোনো প্রকার সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বিশাল গর্ত করা হয়। দুইটি ঘরের মাঝখানে করা এই গর্তের কারণে ঘরের ভিত্তি নড়ে যায় এবং মাটিতে বড় ফাটল দেখা দেয়। ফলে মুহূর্তের মধ্যেই কাঠের তৈরি ঘর দুটির একটি অংশ ধসে পড়ার উপক্রম হয়।
ভুক্তভোগী মানিক বেপারী অভিযোগ করে বলেন, “কোনো রকম নোটিশ বা নিরাপত্তা দেওয়া হয়নি। হঠাৎ করেই বাড়ির পাশে গর্ত করতে গিয়ে আমাদের ঘর ঝুঁকিপূর্ণ করে ফেলেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা মনে করেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং কাজের তদারকি না থাকায় মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। জরুরি ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে মধ্য করপাড়া গ্রামের সাধারণ মানুষ।




















