রিজভী আগমনে উৎসবমুখর বরিশাল বিএনপি
- আপডেট সময় ১২:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধি:
অদ্য ১৬ নভেম্বর ২০২৫, রোববার—সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বরিশাল আগমনকে কেন্দ্র করে দিনের শুরু থেকেই উৎসবমুখর ছিল বরিশাল লঞ্চঘাট এলাকা। সকাল ৬টায় তাঁর আগমনে স্থানীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
পরবর্তীতে সকাল ১০টা ৩০ মিনিটে রিজভী আহমেদ পটুয়াখালীর বড় বিঘাই গ্রামের অসহায় ও দুস্থ আব্দুল গনি মিয়ার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন। উপহার হস্তান্তরের সময় রিজভী আহমেদ বলেন, “বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
দুপুর ২টায় রুপাতলী গোলচত্বরে বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দ রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন। এ সময় তিনি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে আলাপ করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।এরপর ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মরহুম নুরইসলাম বেপারীর রুহের মাগফিরাত কামনায় মসজিদে বাদ মাগরিব দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রিজভী আহমেদসহ স্থানীয় নেতা-কর্মীরা এতে অংশ নেন।দিনের শেষে নথুল্লাবাদ বাস টার্মিনালে বিএন কলেজ শিক্ষার্থী ও বাস মালিক-শ্রমিকদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে জেলা প্রশাসন, বিএম কলেজ কর্তৃপক্ষ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজ অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন। সকল পক্ষ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্মত হয়।পুরো দিনব্যাপী কর্মসূচিতে এলাকার রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
























