ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর উদ্যোগে বরিশাল জোনের রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ১০:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আয়োজনে বরিশাল জোনের রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভার মূল লক্ষ্য ছিল বরিশাল অঞ্চলে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের ভিত্তি মজবুত করতে তৃণমূল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক আহছান উল্লাহ এবং তৌসিফ মাহমুদ সোহান। তারা সংগঠনের আদর্শ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক সাংগঠনিক কর্মকৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহিদ হাসান তন্ময়, আহবায়ক, বরিশাল মহানগর।
অঞ্চলীয় প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেনঃ
শাহাদাত হোসাইন, যুগ্ম আহবায়ক ও ঝালকাঠি জেলা আহবায়ক;
আহমাদুল্লাহ নবীন, যুগ্ম আহবায়ক, বরিশাল জেলা;
বেলাল হোসেন, আহবায়ক, ব্রজমোহন কলেজ ইউনিট;
শাহরিয়ার মোহাম্মদ মিরাজ, যুগ্ম সদস্য সচিব, বরিশাল মহানগর;
আল ইমরান, সদস্য সচিব, পটুয়াখালী জেলা;
এবং বরিশাল অঞ্চলের যুগ্ম সদস্য সচিববৃন্দ।
বক্তারা বরিশাল অঞ্চলে দলীয় কার্যক্রমের বিস্তার, তরুণ নেতৃত্ব গড়ে তোলা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সকল অতিথি ও নেতাকর্মীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ কর্মশালাকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।
সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন এফ. এম. মুরশীদ আলম, সদস্য সচিব, বরিশাল মহানগর, ইউনাইটেড পিপলস বাংলাদেশ।




















