০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডে দিনদুপুরে দুঃসাহসিক চুরি

কালেরধারা
  • আপডেট সময় ০৯:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডে দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে বায়তুল মোকাররম জামে মসজিদ সংলগ্ন মোঃ শাহজাহান খলিফার বাড়িতে ঘটে এ চুরি।

পারিবারিক সূত্রে জানা যায়, চাকরির সুবাদে শাহজাহান খলিফা ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী সেলিনা বেগম, মেয়ে শাকিলা ও নাতি বসতবাড়িতে থাকেন। ঘটনার দিন দুপুরে সেলিনা বেগম অসুস্থ নাতিকে নিয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে বাসাটি তালাবদ্ধ অবস্থায় ছিল।

অপরদিকে, সুযোগ বুঝে দুর্বৃত্তরা বিল্ডিংয়ের পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা হাসপাতালে থেকে ফিরে এসে দেখেন স্টিলের আলমারির তালা ভাঙা, ঘরের কাপড়-চোপড় ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে আছে। ঘর থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ ৬-৮ লক্ষ টাকার সম্পদ চুরি হয়েছে বলে জানায় পরিবারটি।

ঘটনার খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। স্থানীয়দের দাবি, এ ঘটনার সাথে পৌর এলাকার চোর চক্রের এক কিশোর সদস্য রবিন (১৬) জড়িত থাকতে পারে। সম্প্রতি রবিন ও তার এক সহযোগীকে নিয়ে বেশ কয়েকটি বাড়ি ও দোকানে চুরির ঘটনা ঘটেছে বলেও জানা যায়।

পুলিশ তাৎক্ষণিকভাবে ৪ নং ওয়ার্ডে সন্দেহভাজন রবিনের বাড়িতে অভিযান চালালেও তাকে আটক করতে সক্ষম হয়নি।

পৌর শহরে ধারাবাহিকভাবে চুরি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোর চক্রকে ধরতে পুলিশের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডে দিনদুপুরে দুঃসাহসিক চুরি

আপডেট সময় ০৯:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার, বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডে দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে বায়তুল মোকাররম জামে মসজিদ সংলগ্ন মোঃ শাহজাহান খলিফার বাড়িতে ঘটে এ চুরি।

পারিবারিক সূত্রে জানা যায়, চাকরির সুবাদে শাহজাহান খলিফা ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী সেলিনা বেগম, মেয়ে শাকিলা ও নাতি বসতবাড়িতে থাকেন। ঘটনার দিন দুপুরে সেলিনা বেগম অসুস্থ নাতিকে নিয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে বাসাটি তালাবদ্ধ অবস্থায় ছিল।

অপরদিকে, সুযোগ বুঝে দুর্বৃত্তরা বিল্ডিংয়ের পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা হাসপাতালে থেকে ফিরে এসে দেখেন স্টিলের আলমারির তালা ভাঙা, ঘরের কাপড়-চোপড় ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে আছে। ঘর থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ ৬-৮ লক্ষ টাকার সম্পদ চুরি হয়েছে বলে জানায় পরিবারটি।

ঘটনার খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। স্থানীয়দের দাবি, এ ঘটনার সাথে পৌর এলাকার চোর চক্রের এক কিশোর সদস্য রবিন (১৬) জড়িত থাকতে পারে। সম্প্রতি রবিন ও তার এক সহযোগীকে নিয়ে বেশ কয়েকটি বাড়ি ও দোকানে চুরির ঘটনা ঘটেছে বলেও জানা যায়।

পুলিশ তাৎক্ষণিকভাবে ৪ নং ওয়ার্ডে সন্দেহভাজন রবিনের বাড়িতে অভিযান চালালেও তাকে আটক করতে সক্ষম হয়নি।

পৌর শহরে ধারাবাহিকভাবে চুরি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোর চক্রকে ধরতে পুলিশের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।