০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বাবুগঞ্জে গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শনে সন্তুষ্ট অতিরিক্ত সচিব

❑ আরিফ আহমেদ মুন্না ✍️
  • আপডেট সময় ০৩:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ আহসান কবির। এসময় গ্রাম সমিতির একটি নতুন কার্যালয় ভবনের উদ্বোধন এবং সদস্যদের সাথে মতবিনিময় সভাও করেছেন তিনি। গত ১১ নভেম্বর (মঙ্গলবার) উপজেলার পশ্চিম ভূতেরদিয়া গ্রাম সমিতির অফিস ভবন উদ্বোধনকালে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ আহসান কবির। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা, মতামত ও সুশাসন শাখার উপ-সচিব মুহাম্মদ আমিন শরীফ, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র সহকারী সচিব ফারুক আহমেদ, এসডিএফ’এর বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, বরিশাল জেলা ব্যবস্থাপক মোঃ আজাদুর রহমান প্রমুখ। এসময় এসডিএফ’এর আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধনের পরে অতিথিবৃন্দ গ্রাম সমিতির সভা কক্ষে নিজ নিজ আসন গ্রহণ করেন এবং গ্রাম সমিতির সার্বিক কার্যক্রমের দীর্ঘ উপস্থাপনা গভীর মনোযোগ দিয়ে শোনেন। গ্রাম সমিতি পর্যায়ে ভিলেজ ক্রেডিট অর্গানাইজেশন (ভিসিও) থেকে ঋণ ও প্রকল্পের অন্যান্য সহায়তা নিয়ে কিভাবে সদস্যরা স্বাবলম্বী হয়েছেন এরকম কয়েকজন সদস্যের সফলতার গল্প শোনেন। এসময় তাদের সাফল্যের গল্প শুনে মুগ্ধ হন অতিথিরা। এছাড়া বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের সফল আইজিএ যেমন মাল্টা চাষ, বড়ই বাগান, কলা বাগান, আঁখের গুড় উৎপাদন ও প্রক্রিয়াকরণের স্থিরচিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়, যা দেখে অতিথিগণ ভূয়সী প্রশংসা করেন। গ্রাম সমিতি কার্যক্রম পরিদর্শন শেষে বরিশাল ফেরার পথে নতুনহাট নামক স্থানে সিপিএসপি এর আওতায় একজন ক্ষুদ্র উদ্যোক্তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘সাদ্দাম ফার্নিচার’ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

গত ১১ নভেম্বর একই দিনে নূতন জীবন বরিশাল জেলা কমিউনিটি সোসাইটির অফিস ভবন উদ্বোধন এবং সেখানে সোসাইটি পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এনজেডিসিএস সভাপতি তাসমিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ আহসান কবির। এসময় অন্যান্যের মধ্যে একই মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আমিন শরীফ, এসডিএফ’এর আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, পিকেএসএফ’এর জেনারেল ম্যানেজার প্রদীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়াও পিকেএসএফ’এর আঞ্চলিক ব্যবস্থাপকগণ, এসডিএফ’এর বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক, জেলা ব্যবস্থাপক ও জেলা কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। আগত অতিথিবৃন্দ জেলা সোসাইটির সার্বিক কর্মকান্ড, কর্মকৌশল এবং বিভিন্ন সাফল্যমণ্ডিত অর্জনের খবর জেনে ভীষণভাবে সন্তোষ প্রকাশ করেন। #

নিউজটি শেয়ার করুন

বাবুগঞ্জে গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শনে সন্তুষ্ট অতিরিক্ত সচিব

আপডেট সময় ০৩:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বরিশালের বাবুগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ আহসান কবির। এসময় গ্রাম সমিতির একটি নতুন কার্যালয় ভবনের উদ্বোধন এবং সদস্যদের সাথে মতবিনিময় সভাও করেছেন তিনি। গত ১১ নভেম্বর (মঙ্গলবার) উপজেলার পশ্চিম ভূতেরদিয়া গ্রাম সমিতির অফিস ভবন উদ্বোধনকালে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ আহসান কবির। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা, মতামত ও সুশাসন শাখার উপ-সচিব মুহাম্মদ আমিন শরীফ, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র সহকারী সচিব ফারুক আহমেদ, এসডিএফ’এর বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, বরিশাল জেলা ব্যবস্থাপক মোঃ আজাদুর রহমান প্রমুখ। এসময় এসডিএফ’এর আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধনের পরে অতিথিবৃন্দ গ্রাম সমিতির সভা কক্ষে নিজ নিজ আসন গ্রহণ করেন এবং গ্রাম সমিতির সার্বিক কার্যক্রমের দীর্ঘ উপস্থাপনা গভীর মনোযোগ দিয়ে শোনেন। গ্রাম সমিতি পর্যায়ে ভিলেজ ক্রেডিট অর্গানাইজেশন (ভিসিও) থেকে ঋণ ও প্রকল্পের অন্যান্য সহায়তা নিয়ে কিভাবে সদস্যরা স্বাবলম্বী হয়েছেন এরকম কয়েকজন সদস্যের সফলতার গল্প শোনেন। এসময় তাদের সাফল্যের গল্প শুনে মুগ্ধ হন অতিথিরা। এছাড়া বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের সফল আইজিএ যেমন মাল্টা চাষ, বড়ই বাগান, কলা বাগান, আঁখের গুড় উৎপাদন ও প্রক্রিয়াকরণের স্থিরচিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়, যা দেখে অতিথিগণ ভূয়সী প্রশংসা করেন। গ্রাম সমিতি কার্যক্রম পরিদর্শন শেষে বরিশাল ফেরার পথে নতুনহাট নামক স্থানে সিপিএসপি এর আওতায় একজন ক্ষুদ্র উদ্যোক্তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘সাদ্দাম ফার্নিচার’ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

গত ১১ নভেম্বর একই দিনে নূতন জীবন বরিশাল জেলা কমিউনিটি সোসাইটির অফিস ভবন উদ্বোধন এবং সেখানে সোসাইটি পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এনজেডিসিএস সভাপতি তাসমিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ আহসান কবির। এসময় অন্যান্যের মধ্যে একই মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আমিন শরীফ, এসডিএফ’এর আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, পিকেএসএফ’এর জেনারেল ম্যানেজার প্রদীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়াও পিকেএসএফ’এর আঞ্চলিক ব্যবস্থাপকগণ, এসডিএফ’এর বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক, জেলা ব্যবস্থাপক ও জেলা কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। আগত অতিথিবৃন্দ জেলা সোসাইটির সার্বিক কর্মকান্ড, কর্মকৌশল এবং বিভিন্ন সাফল্যমণ্ডিত অর্জনের খবর জেনে ভীষণভাবে সন্তোষ প্রকাশ করেন। #