বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক যোগদান
- আপডেট সময় ১২:৩৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
বরিশাল ব্যুরো:
বরিশাল বিভাগে প্রশাসনিক দায়িত্বে এসেছে নতুন নেতৃত্ব। নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মোঃ মাহফুজুর রহমান, আর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খায়রুল আলম সুমন।
প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর দুই কর্মকর্তা বরিশালের সার্বিক উন্নয়ন, সুশাসন, ও জনসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নতুন বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান বলেন, “বরিশাল একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় অঞ্চল। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।”
অন্যদিকে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন জানান, “জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সমস্যা সমাধানে কাজ করব। উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষা করাই হবে মূল লক্ষ্য।”
বরিশালের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ নতুন এই দুই কর্মকর্তার দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে এবং বরিশালের সার্বিক অগ্রযাত্রায় তাদের সফলতা কামনা করেছে।



















