১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, অধ্যক্ষের হস্তক্ষেপে সমঝোতা

কালেরধারা
  • আপডেট সময় ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩-৪ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছাত্রদল সদস্য সৈকত ইসলামকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাকিব জানান, “একটি পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. সৌরভ পাইক ও দ্বাদশ শ্রেণির ছাত্র সৈকত ইসলামের মধ্যে পূর্বের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে আজ সকালে কলেজ চত্বরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।”

ঘটনার পরপরই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন আলী আজমের উদ্যোগে তাঁর কার্যালয়ে বসে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক রুহুল আমিন, কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাকিব ও সাধারণ সম্পাদক শাওন ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমঝোতা শেষে সভাপতি সাকিব বলেন, “উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমস্যার সমাধান করেছি।”

অধ্যক্ষ মহিউদ্দিন আলী আজম শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খল আচরণ যেন আর কলেজে না ঘটে। কলেজের পরিবেশ শান্তিপূর্ণ রাখাই আমাদের সবার দায়িত্ব।”

এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, অধ্যক্ষের হস্তক্ষেপে সমঝোতা

আপডেট সময় ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩-৪ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছাত্রদল সদস্য সৈকত ইসলামকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাকিব জানান, “একটি পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. সৌরভ পাইক ও দ্বাদশ শ্রেণির ছাত্র সৈকত ইসলামের মধ্যে পূর্বের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে আজ সকালে কলেজ চত্বরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।”

ঘটনার পরপরই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন আলী আজমের উদ্যোগে তাঁর কার্যালয়ে বসে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক রুহুল আমিন, কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাকিব ও সাধারণ সম্পাদক শাওন ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমঝোতা শেষে সভাপতি সাকিব বলেন, “উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমস্যার সমাধান করেছি।”

অধ্যক্ষ মহিউদ্দিন আলী আজম শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খল আচরণ যেন আর কলেজে না ঘটে। কলেজের পরিবেশ শান্তিপূর্ণ রাখাই আমাদের সবার দায়িত্ব।”

এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।