আ.লীগের লকডাউন ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান
- আপডেট সময় ১১:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিশেষ ‘হোন্ডা মোবাইল’ টিম গঠন করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে ২০টি মোটরসাইকেল নিয়ে গঠিত একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, লকডাউন ঘিরে কেউ যেন ঢাকামুখী যাত্রা করতে না পারে, সেজন্য উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হবে। এছাড়া লকডাউন কর্মসূচিতে মাঠে নামলে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলেও জানানো হয়।
এ বিষয়ে ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে কেউ যেন ঢাকায় যেতে না পারে এবং ঈশ্বরগঞ্জে কোনো প্রকার নাশকতা ঘটাতে না পারে— সে লক্ষ্যে বিশেষ ‘হোন্ডা মোবাইল’ টিম মাঠে কাজ করছে। আওয়ামী লীগের কোনো পক্ষ নাশকতা বা অপতৎপরতা চালাতে চাইলে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে কঠোর হাতে দমন করবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বাত্মক প্রস্তুত আছে।”




















