০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কালেরধারা
- আপডেট সময় ০১:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক রাড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। পরে রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে মাদারীপুর জেলা হাজতে পাঠানো হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নুরুল হক রাড়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।
এদিকে আওয়ামী লীগের একাংশের স্থানীয় নেতাকর্মীরা তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




















